কবিতা (কোভিড-১৯)

কোভিড-২০১৯ সৈয়দ শাহনুর আহমেদ —–====—- কেন যেন আজ দিন কাটে না—রাত যায় না। রাত যায় তো—ভোর হয় না। কান ভারী হয়ে গেছে অগণিত মানুষ মৃত্যের খবরে। জীর্ণশীর্ণ পৃথিবী আজ বদলাচ্ছে–ধেয়ে আসছে নতুন রূপ। সবাই ইতস্ত‚আতঙ্কিত,করছে হাহাকার,—হয়ে যাচ্ছে নিশ্চুপ। বিজ্ঞানের এ যুগে কোভিড-১৯ প্রকোপে আজ— বিশ্ববাসী করছে বিলাপ। ভেঙ্গে চুরমার হয়ে গেছে ডাক্তারী বিজ্ঞানের মূল ভিত। দেশে দেশে চলছে প্রলাপ। নিরাপদে থাকো নিজে বাহির হ্ইয়োনা –নিরাপদ রাখো দেশ। মরণ থেকে বাঁচাও পৃথিবী বেঁচে থাকো অনিঃশেষ। জিততে হবে এই মরণ ব্যাধি থেকে—জিতবে একদিন। সবুজের সমারোহে অচিরেই প্রকৃতির ঘটবে সেদিন। হে ধনবান-যতো পারো … Continue reading কবিতা (কোভিড-১৯)